মোঃমোহাইমিনুল ইসলাম উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে উলিপুর উপজেলায় আরো একজন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। টানা ২৪ দিনের হোম আইসোলেশনে থাকার পর মুক্ত হয় এই বন্দিজীবন।
গত ১৩ মে উপজেলার পুর্ব বজরা ইউনিয়নর তাজুল ইসলামের পুত্র নিলফামারী ফেরত আমিনুল ইসলাম করোনা পজিটিভ শনাক্ত হয়। সেদিনই তাকে হোম আইসোলেশনে রেখে ওই বাড়িটি লকডাউন ঘোষণা করে উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ফুল, ফল এবং সুস্থতার সনদপত্র নিয়ে হাজির হন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার। এসময়ে আমিনুলের হাতে ফুল ও সুস্থতার সনদপত্র তুলে দিয়ে তিনি বাড়িটিকে লকডাউন মুক্ত ঘোষণা করেন।
আমিনুল স্বাস্থ্য বিভাগের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান তাকে বন্দি জীবন এবং তার বাড়ি থেকে লকডাউন তুলে নেয়ার জন্য।
উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার জানান আক্রান্ত যুবক আমিনুল ইসলাম (২৬) এর নমুনা ১০ মে কালেকশন করা হলেও নমুনার ফলাফল পজিটিভ আসে ১৩ মে। শারীরিকভাবে সুস্থ থাকায় তাকে হোম আইসোলেশনে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখে উপজেলা স্বাস্থ্য প্রশাসন। গত ২৪ ঘন্টায় তার ২ টি নমুনার রেজাল্ট নেগেটিভ আসায় তাকে আজ সুস্থতার সনদপত্র দেয়া হলো। এনিয়ে উলিপুর উপজেলায় আক্রান্ত মোট ১৩ জনের মধ্যে সুস্থতার সনদপত্র পেলেন ২জন। করোনা পজিটিভ অবশিষ্ট ১১ জন হোম আইসোলেশনে উপজেলা স্বাস্থ্য বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে জানিয়ে তিনি আরো বলেন উপজেলায় এ পর্যন্ত নমুনা কালেকশন হয়েছে ৩ শ ৩৪ টি এবং ২ শ ২৫ টি প্রাপ্ত ফলাফলের মধ্যে ১৩ টি পজিটিভ।