জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এবং উপসচিব (আইন প্রণয়ন) মো. তারিক মাহমুদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারিক মাহমুদ কাজের প্রয়োজনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে যেতেন। করোনা নমুনা পরীক্ষার দুই দিন আগেও তিনি সংসদের বিভিন্ন দফতরে গিয়েছেন। শরীরে কোনো করোনার উপসর্গ না থাকলেও বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে কাজে যোগদানের পর বাধ্যতামূলক টেস্ট এর অংশ হিসাবে গত ৮ জুন নমুনা পরীক্ষা করান তারিক মাহমুদ। করোনা পজিটিভ আসার পর তিনি আইসোলেশনে রয়েছেন।
তারিক মাহমুদ তথ্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এর একান্ত সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।